রাহুল গান্ধীর বিচারে নিরপেক্ষতা ও গণতান্ত্রিক পন্থা আশা করে জার্মানি
ভারতের বিরোধীদল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিচারের ক্ষেত্রে বিচারিক স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে জার্মানি। সংবাদ সম্মেলনে দেয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক মুখপাত্র এমন আহ্বান জানান । খবর এনডিটিভির।
রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ বাতিলের ঘটনায় উদ্বেগ জানানো হয় বিবৃতিতে।
জার্মানি ঘটনাটি নোট করেছে উল্লেখ করে এ ঘটনায় বিচারিক স্বাধীনতা ও নিরপেক্ষতার যথার্থ মানদণ্ড এবং মৌলিক গণতান্ত্রিক পন্থা অনুসরণ করা হবে বলেও আশা প্রকাশ করা হয়।
‘আমরা জানি সংসদ পদ বাতিলের রায়ে রাহুল গান্ধীকে আপিলের সুযোগ দেয়া হয়েছে’ বলেন মুখপাত্র।
‘এর মধ্য দিয়েই পরিষ্কার হবে রায়টি বহাল থাকবে কি না এবং তার পদ বাতিলের যথার্থ ভিত্তি আছে কি না’ বলা হয় বিবৃতিতে।
নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননা ও মানহানির মামলায় গত সপ্তাহে রাহুল গান্ধীর দু’বছরের সাজা দেয় ভারতের গুজরাটের সুরাট আদালত। এরপর রাহুলকে অযোগ্য ঘোষণা করে তার সংসদ সদস্যপদ বাতিল করে লোকসভা।

এনটিভি অনলাইন ডেস্ক