রুবলে রাশিয়ার গ্যাস কেনার দাবি প্রত্যাখ্যান করেছে জি৭ : জার্মানি

রুশ মুদ্রা রুবলে গ্যাস কেনার যে দাবি জানিয়েছে মস্কো, জি৭ভুক্ত দেশগুলো তা প্রত্যাখ্যান করার বিষয়ে একমত হয়েছে। জার্মান অর্থনীতি এবং জলবায়ু সুরক্ষামন্ত্রী রবার্ট হ্যাবেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার জি৭ভুক্ত অন্যান্য দেশের জ্বালানি মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনের পর রবার্ট হ্যাবেক এ কথা বলেছেন। খবর এবিসি নিউজ ও রয়টার্সের।
রবার্ট হ্যাবেক সাংবাদিকদের বলেন, ‘এটি যে বিদ্যমান চুক্তির একতরফা এবং স্পষ্ট লঙ্ঘন, সে বিষয়ে জি৭ভুক্ত সব মন্ত্রী একমত হয়েছেন। রুবেলে অর্থ প্রদান অগ্রহণযোগ্য। আমরা পুতিনের দাবি মেনে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আহ্বান জানাচ্ছি।’
‘আমাদের বিভক্ত করার জন্য পুতিনের প্রচেষ্টা সুস্পষ্ট। কিন্তু আপনারা এই দৃঢ় ঐক্য ও সংকল্প থেকে বুঝতে পারছেন, আমরা বিভক্ত হব না,’ যোগ করেন তিনি।
রবার্ট হ্যাবেক বলেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার কর্মকর্তারা তাঁদের অবস্থান সমন্বয় করতে গত শুক্রবার বৈঠক করেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে আজ রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘অবন্ধুসুলভ দেশগুলোকে’ অবশ্যই আগামী ৩১ মার্চ থেকে রুশ মুদ্রা রুবলে গ্যাস কিনতে হবে।
মস্কোর প্রাকৃতিক গ্যাসের সব লেনদেন রুবলে করার জন্য ওই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাশিয়ার সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং গ্যাজপ্রমব্যাংককে নির্দেশ দিয়েছেন পুতিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বলেছেন, যেসব দেশ রুবলে অর্থ পরিশোধ করতে চাইবে না, রাশিয়া সেসব দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।