রেকর্ড ১.৭ ট্রিলিয়ন ডলারের তহবিল গঠনের বিলে বাইডেনের স্বাক্ষর
আগামী অর্থবছরে খরচের জন্য কেন্দ্রীয় তহবিল গঠনে ১.৭ ট্রিলিয়ন ডলারের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই বিলে ইউক্রেন ও ন্যাটোর মিত্র দেশগুলোতে জরুরি সাহায্যের পাশাপাশি সামরিক ব্যয় বাড়ানোর কথা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিমাণ বরাদ্দ চেয়েছিলেন এই বিলে তার চেয়ে বেশি অর্থের সংস্থান করা হয়েছে।
এছাড়া চার হাজার পৃষ্ঠার এই বিলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য অধিক অর্থের সংস্থানসহ কর্মীদের চাকরির প্রশিক্ষণ, সমাজের বয়োজ্যেষ্ঠ ও গৃহসন্ত্রাসের শিকার পরিবারের জন্য বাড়ি করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ড থেকে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমরা ২০২৩ সালের দিকে তাকিয়ে আছি।’
বিলটি রিপাবলিকানদের সমর্থনে ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটে খুব সহজেই পাস হয়। কেন্দ্রীয় সংস্থাগুলোর জন্য মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই বাইডেন এই বিলে স্বাক্ষর করেন।
তবে, ৩ জানুয়ারি অধিবেশন শুরু হলে নির্বাচিত হতে যাওয়া সম্ভাব্য স্পিকার রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থি বিলটি পাস হওয়ার সময় বিতর্কে বলেন, বিলে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে এবং এতে অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।