রোহিঙ্গানেতা হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা মুসলিম নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে ব্লিনকেন বলেছেন, ‘মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও চিন্তিত।’
‘নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনতে স্বচ্ছ তদন্তের’ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারের প্রশ্নে বিশ্বব্যাপী সাহসী এবং জোরালো কণ্ঠ ছিলেন মুহিবুল্লাহ। তিনি জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গিয়েছিলেন। এ ছাড়া তিনি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলনে যোগ দিতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রেও আসেন। সে সফরকালে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন, এবং ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতন-নিপীড়নের স্বীকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন।’
বিবৃতিতে অ্যান্টনি ব্লিনকেন আরও বলেন, ‘নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনতে স্বচ্ছ তদন্তের আহ্বান জানাই। রোহিঙ্গাদের অধিকার আদায় এবং তাঁদের ভবিষ্যতের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সংগ্রাম জারি রাখার মধ্য দিয়ে আমরা তাঁর (মুহিবুল্লাহ) কাজ স্মরণে রাখব।’
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-এর ব্লক-ডি ৮-এ মুহিবুল্লাহর নিজ অফিসে পাঁচটি গুলি করে। তিনটি গুলি তাঁর বুকে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ আজ শুক্রবার এ ঘটনায় সেলিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।