লকডাউন শিথিলের প্রথম দিনই ম্যানিলার রাস্তায় যানজট

ফিলিপাইনে করোনা লকডাউন তুলে নেওয়ার প্রথম দিনই রাজধানী ম্যানিলার সড়কে দেখা দিয়েছে যানজট। ধীরে ধীরে অর্থনীতির চাকা সচল করার অংশ হিসেবে আজ সোমবার দেশটিতে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়। তবে রাস্তার সিংহভাগ দখলে রেখেছে প্রাইভেটকার।
ম্যানিলা পুলিশের লেফটেন্যান্ট জেনারেল গিল্লেমারো এলিজার সংবাদমাধ্যমকে বলেন, অনেক মানুষ ঘরের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছে, আর অনেক শিল্পকারখানাও খুলে দেওয়া হয়েছে, রাস্তায় তো যানজট হবেই। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ব না মানলে ব্যবস্থা নিচ্ছেন তাঁরা।
আরো দুই সপ্তাহ দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯৫৭ জন।