সংসদে না গিয়েই বরখাস্ত জাপানের ইউটিউবার এমপি
ছিলেন ইউটিউবার। দেশটির নানা মাধ্যমের তারকাদের নিয়ে ইউটিউবে গসিপ ভিডিও বানিয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ইউটিবের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচন করে বনে যান সংসদ সদস্য। নির্বাচিত হয়েও একদিনও যোগ দেননি সিনেট অধিবেশনে। আর তাতেই বরখাস্ত করা হয় ইয়োশিকাজু হিগাশিতানিকে। এমনই ঘটনা ঘটেছে জাপানে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) হিগাশিতানিকে সিনেট থেকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে বিবিসি।
সাত মাস আগে বিরোধী দল থেকে এমপি নির্বাচিত হন ‘গাশি’ নামে পরিচিত এই তারকা। কিন্তু একদিনের জন্যও পা দেননি সংসদে। এমনকি সংসদের কোনো কার্যক্রমে কোনোরকম অংশ নেননি।
ক্ষমা চেয়ে অধিবেশনে যোগ দেওয়ার জন্য গাশিকে টোকিওতে ডেকে পাঠায় সিনেটের আইনশৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্ত সে ডাকেও সাড়া না দিয়ে উল্টো নিজের ইউটিউব ভিডিওতে তুরস্ক যাবার ঘোষণা দেন এই রাজনীতিবিদ। এমনকি নিজের বেতনের টাকা তুরস্কের ভূমিকম্প দুর্গতদের মাঝে বিতরণের কথাও জানান সেখানে। আর এরপরেই এমন সিদ্ধান্ত নেয় সিনেট কমিটি।
ইয়োশিকাজু হিগাশিতানি ওরফে গাশিই জাপানের প্রথম এমপি যিনি সিনেটে অনুপস্থিত থাকার জন্য বহিষ্কৃত হলেন। দেশটিতে এমন ঘটনা নজিরবিহীন।