সাংহাইয়ে লকডাউনের মধ্যে করোনায় ৩ জনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/18/shanghai-reports.jpg)
চীনের সাংহাইয়ে সপ্তাহব্যাপী লকডাউন শুরুর পর প্রথম বারের মতো সেখানে নভেল করোনাভাইরাসে তিন জনের মৃত্যুর খবর এলো। বয়স্ক ওই তিন জনই সংকটাপন্ন অবস্থায় ছিলেন। আজ সোমবার সাংহাই নগর সরকার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সাংহাই কর্তৃপক্ষ জানায়, ‘হাসপাতালে নেওয়ার পর তিন জনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এবং তাঁদের বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়।’
কর্তৃপক্ষ আরও জানায়, মৃতদের মধ্যে দুজন ৮৯ ও ৯১ বছর বয়সি নারী। এবং অপর জন ৯১ বছর বয়সি পুরুষ। ওই পোস্টে আরও বলা হয়, তাঁরা সবাই করোনারি হৃদরোগ, ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/18/shanghai-reports-inside.jpg)
পৌরসভা স্বাস্থ্য কমিশন জানায়, চীনের পূর্বাঞ্চলীয় বাণিজ্য নগরী সাংহাইয়ে আজ সোমবার নতুন করে আরও ২২ হাজার ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৪১৭ জনের উপসর্গ রয়েছে।
২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেখান থেকে সারা বিশ্বে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।