সার্বিয়ায় প্রথম হিজাব পরিহিত সাংসদ, কাজ করবেন পারিবারিক মূল্যবোধ নিয়ে
ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায় হিজাব পরিহিত প্রথম নারী সংসদ সদস্য হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ড. মিসালা প্রামেনভিস। সার্বিয়ার সাবেক প্রধান মুফতি মুয়ামের জুকোরলিকের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন পার্টির প্রতিনিধিত্ব করছেন তিনি। টেলিগ্রাফ ডটটিভির এক প্রতিবেদনে ও যুক্তরাজ্যের মুসলিম ওমেনস কাউন্সিল তাদের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে।
ড. মিসালা প্রামেনভিস ১৯৮০ সালে জন্ম নেন। পেশাগত জীবনে তিনি গাজি ঈসা বেগ মাদরাসার অধ্যাপক। ২০১৬ সালে তিনি সিটি কাউন্সিলর নির্বাচিত হন।
ড. মিসালা বলেন, ‘পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ শুরু করব। আমরা একটি নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক দল। তবে আমি বিশেষভাবে নারী ও শিশু অধিকার ও পারিবারিক মূল্যবোধ নিয়ে কাজ করব।’
ধারণা করা হচ্ছে, মুসলিম সমাজে নারীর অবস্থান নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতেই প্রামেনভিসকে প্রার্থী করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন পার্টির প্রধান জুকোরলিক বলেন, ‘আমি এরই মধ্যে কুয়েতসহ আরব মুসলিমদের অভিনন্দন পেয়েছি। এখন আমাদের কাজের ফলাফলের দিকে তাকিয়ে আছি।’
সার্বিয়ায় মোট জনসংখ্যার ৩.১ ভাগ মুসলিম। দেশটিতে দুই লাখ সাড়ে ২৮ হাজার মুসলিমের বেশিরভাগই বসবাস করে সানজাক, প্রেজেভো ও বিউজানোভাক শহরে।