সিরিয়ায় হাসপাতালে হামলা, শিশুসহ নিহত ১৮
সিরিয়ার একটি হাসপাতালে কামানের গোলা দিয়ে চালানো হামলায় শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ২৩ জন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আফরিন শহরে শনিবার হাসপাতালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও একটি পর্যবেক্ষণ সংস্থা। নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের এবং বাকিরা পাশ্বর্বর্তী আবাসিক এলাকার।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল সিফা হাসপাতালে একটি বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছে। এ ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী, দুই শিশু এবং বিদ্রোহী গোষ্ঠীর একজন কমান্ডার নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ।
এদিকে তুরস্ক বলছে, সিরিয়ান গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) মাধ্যমে হামলা চালিয়েছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া। যদিও এক বিবৃতিতে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এসডিএফ।
ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলা হয় এবং প্রাণ হারায় অসংখ্য বেসামরিক নাগরিক। সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

এনটিভি অনলাইন ডেস্ক