সুমি অঞ্চলে হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান : ইউক্রেন
ইউক্রেনের সুমি অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলীয় ওখতিরকা শহরে রুশ যুদ্ধবিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এ বিমান হামলা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় একজন শীর্ষ কর্মকর্তা। খবর বিবিসির।
আঞ্চলিক প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিৎস্কি বলেছেন, বিভিন্ন আবাসিক এলাকাসহ একটি গ্যাস পাইপলাইনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে রুশ যুদ্ধবিমান আঘাত হানে। এর প্রায় ১০ মিনিট পরে আঞ্চলিক রাজধানী সুমি’র শহরতলী এবং বাইতিৎসিয়া গ্রামেও বোমা হামলা হয় বলে দাবি করেন দিমিত্রো জাইভিৎস্কি।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায়নি। এ ছাড়া বিমান হামলার অভিযোগের বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীও কোনো মন্তব্য করেনি।
দিমিত্রো জাইভিৎস্কি আরও বলেছেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তিনটি মানবিক করিডোর খোলা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গতকাল বুধবার সুমি অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী বোমাবর্ষণ চালাচ্ছে রাশিয়া।