রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনে ২৬ হাজারের বেশি নিখোঁজ : কিয়েভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/05/ukrain-army_afp.jpg)
ছবি : এএফপি
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দেশটির ২৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে দাবি করেছেন দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী লিওনিড টিমচেঙ্কো। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) এই দাবি করেন তিনি। খবর এএফপির।
লিওনিড টিমচেঙ্কো টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া গত বছর তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। এরপর থেকে বেসামরিক নাগরিকসহ হাজার হাজার লোকের হিসাব পাওয়া যায়নি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/05/ukraine-in.jpg)
লিওনিড বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৬ হাজরেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। এর মধ্যে ১১ হাজার বেসামরিক এবং প্রায় ১৫ হাজার সামরিকবাহিনীর সদস্য।’