সোমালিয়ায় গণমাধ্যমে আল-সাবাব প্রপাগান্ডা প্রচারে নিষেধাজ্ঞা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/09/somalia-thum.jpg)
সোমালিয়া সরকার সশস্ত্র গোষ্ঠী আল-সাবাবেব পক্ষে প্রচারণা করে এমন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে অপরাধীদের শাস্তি পেতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয় মিলিশিয়া ও আন্তর্জাতিক মিত্রদের সমর্থিত সশস্ত্র বাহিনী আল-কায়েদার সঙ্গে সংযুক্ত গ্রুপের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে।
তথ্য, সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী আবদিরহমান ইউসুফ শনিবার বলেছেন, ‘আমি সোমালি মিডিয়া এবং সাধারণভাবে সমস্ত সোমালি জনগণকে জানাতে চাই যে আমরা আল-সাবাব সম্পর্কিত সমস্ত প্রচার-প্রচারণাকে ওই সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের মতাদর্শসহ শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করব।’
ইউসুফ বলেন, ‘সোমালি সরকার ওই সন্ত্রাসপন্থি পরিকল্পনা ও কর্মকাণ্ডের প্রচারপ্রচারণা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করছে।’
ইউসুফ আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসীদের অ্যাকাউন্ট’ খুজে বের করতে সাইবার অপারেশন চালাচ্ছে সরকার। এ পর্যন্ত ৪০টির বেশি ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।’
অগণিত প্রাণঘাতী হামলার পর সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ সশস্ত্র গোষ্ঠীকে পরাজিত করার অঙ্গীকার করেছেন। আগস্টে, আল-সাবাব যোদ্ধারা একটি হোটেলে ৩০ ঘণ্টার একটি মারাত্মক অবরোধের মধ্যে বন্দুক ও বোমা হামলা চালায়। সেই হামলায় ২১ জন নিহত হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/10/09/somalia-in.jpg)
২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনী সশস্ত্র দলটিকে মোগাদিশু থেকে বিতাড়িত করেছিল। তবে, এটি এখনও গ্রামাঞ্চলের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। ২০১৭ সালের অক্টোবরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটে। এ বছর তারা মোগাদিশুতে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণ ঘটায়। এতে ৫১২ জন নিহত হয়।