হ্যাকিংয়ের কবলে আর্জেন্টিনার সর্ববৃহৎ টেলিযোগাযোগ সংস্থা, ৭৫ লাখ ডলার দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/20/argentina_photo.jpg)
আর্জেন্টিনার সর্ববৃহৎ টেলিযোগাযোগ সংস্থা ‘টেলিকম এসএ’ র্যানসামওয়্যার আক্রমণের শিকার হয়েছে। হ্যাকাররা ওই সংস্থার কাছ থেকে সাড়ে সাত মিলিয়ন (৭৫ লাখ) মার্কিন ডলার দাবি করেছে। স্থানীয় সময় আগামীকাল ২১ জুলাই রাতের মধ্যে দাবি করা অর্থ না দিলে অর্থের পরিমাণ দ্বিগুণ, অর্থাৎ ১৫ মিলিয়ন (দেড় কোটি) মার্কিন ডলার হয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যম ক্রিপ্টোনিউজ আজ সোমবার এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, হ্যাকাররা টেলিকম এসএর ইন্টারনেট ও টেলিফোন পরিষেবায় কোনো ধরনের ক্ষতি করেনি।
এদিকে, এ পরিস্থিতি নিয়ে ওই টেলিযোগাযোগ সংস্থার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে জানা গেছে, কার্যকর সমাধানের সন্ধান করছে সংস্থাটি। এরই মধ্যে সংস্থাটি কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের সন্দেহজনক ফাইল অথবা ই-মেইল বার্তায় ঢুকতে নিষেধ করেছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কম্পিউটার বন্ধ রাখতে বলা হয়েছে।
র্যানসামওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার, যেটি কম্পিউটার ডিভাইসকে আক্রমণ করার পর ব্যবহারকারীকে ডিভাইসে প্রবেশে বাধা দেয় এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে।