আইএসের দখলে লিবিয়ার বিমানবন্দর
লিবিয়ার সিরতে শহরের বিমানবন্দর দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সরকারের একজন মুখপাত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়। মুখপাত্রের বরাতে এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার সরকারের বাহিনী বিমানবন্দর থেকে সরে গেলে আইএস এর দখল নিয়ে নেয়। লিবিয়ার সিরত সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর। বিমানবন্দরটি সিরত শহরের ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
শুক্রবার আইএসের কাছ থেকে বিমানবন্দর দখলের ঘোষণাটি আসে। উপকূলীয় শহরটির বিমানবন্দর থেকে সরে আসা দেশটির একটি মিলিশিয়া গ্রুপও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বিমানবন্দরটি দখলের মাধ্যমে এই প্রথম লিবিয়ায় উল্লেখযোগ্য কোনো সাফল্য পেল ইরাক ও সিরিয়ার তুমুল আলোচিত এই জঙ্গিগোষ্ঠীটি। বিমানবন্দরটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। ওই মুখপাত্র জানান, আইএসের প্রবেশের আগেই বিমানবন্দরটি সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছিল। উল্লেখ্য, রাজনৈতিকভাবে বিভক্ত ও সংঘাতপূর্ণ লিবিয়ার বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।