পশ্চিমবঙ্গে ডোবা বাংলাদেশি জাহাজের মেরামত শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433842650.jpg)
পশ্চিমবঙ্গের নদীতে ডুবে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি অন্বেষণ’-এর মেরামতকাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের কাছের নদী থেকে গত রোববার উদ্ধারের পর বর্তমানে জাহাজটি মেরামতের কাজ চলছে।
গত শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ভর্তি করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ‘এমভি অন্বেষণ’। শনিবার রাতে পশ্চিমবঙ্গের সুন্দরবনের বেনিফেলি জঙ্গলের কাছে মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থলে ডুবোচরে ধাক্কা লেগে ফুটো হয়ে যায় জাহাজটির সামনের অংশ। এর পর ছাইবোঝাই জাহাজটির সামনের অংশ ক্রমে পানিতে ডুবতে থাকে। রোববার সন্ধ্যার দিকে উদ্ধারের কাজ শুরু হয়। বর্তমানে জাহাজটির মেরামতকাজ চলছে। মেরামতের তদারক করছেন পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে আসা প্রকৌশলী এবং স্থানীয় মৈপীঠ থানার পুলিশ ও কুলতলি বন দপ্তরের কর্মীরা। এরই মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জাহাজটির কর্মকর্তারা।
বাংলাদেশের এমভি অন্বেষণ জাহাজের মাস্টার সাইফুল ইসলাম বলেন, বিপদ কিছুটা হলেও কেটেছে। জাহাজের ক্ষতিগ্রস্ত হওয়া সামনের দিকের অংশে ঢালাইয়ের কাজ চলছে। তবে এখন পর্যন্ত জাহাজের সামনের অংশ পানির মধ্যে আছে। জোয়ার এলেই সমস্যা বাড়ছে। এক হাজার ১৬৫ টন ছাই নিয়ে জাহাজটির বাংলাদেশে পৌঁছার সময় এখন অনিশ্চিত।
প্রকৌশলীরা জানিয়েছেন, নদীতে জোয়ার এলেই জাহাজটিতে মেরামতের কাজে অসুবিধা হচ্ছে। মেরামত করতে ১৪ দিন সময় লেগে যেতে পারে। তবে দ্রুততার সঙ্গে মেরামতের চেষ্টা করা হচ্ছে।
সুন্দরবনের অদূরে বেনিফেলি জঙ্গলের সন্নিকটে জাহাজটি অবস্থান করায় এর ১১ কর্মচারী বনদস্যুদের ভয়ে আছেন। তাঁদের নিরাপত্তার জন্য স্থানীয় মৈপীঠ থানার পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে।