গ্যাস ট্যাংকার ফুটো হয়ে নিহত ৬, আহত ১০০
ভারতের পাঞ্জাবে একটি গ্যাস ট্যাংকার ফুটো হওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। আজ শনিবার সকালে প্রদেশের লুধিয়ানার একটি উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আজ সকালে অ্যামোনিয়া গ্যাসভর্তি একটি গাড়ি (ট্যাংকার) লুধিয়ানার দোরাহা বাইপাস সড়কে উড়াল সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে শ্বাসরোধে ছয়জন নিহত হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন দোরাহার সাতপল ও জালান্ধার অভতেজ সিং।
আল-জাজিরার দিল্লির সংবাদদাতা জানান, গ্যাস ছড়িয়ে পড়ার পর শ্বাস নিতে সমস্যা হওয়ায় কমপক্ষে ১০০ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকটি টিভি চ্যানেলে সম্প্রচারিত কিছু ছবিতে দেখা গেছে, গ্যাসের কারণে লোকজনের চোখ লাল ও জিহ্বার রং বিবর্ণ হয়ে গেছে।
লুধিয়ানা পুলিশ কমিশনার প্রমোদ বান টেলিফোনে পিটিআইকে জানান, আহতদের বিপদ কেটে গেছে। তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। লিকের পর দোরাহায় গ্যাস ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ঘর থেকে বেরিয়ে আসেন। এই এলাকা ও এর আশপাশের এলাকাগুলোর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
নিবন্ধন নম্বর দেখে জানা গেছে, ট্যাংকারটি গুজরাটের। তবে এর গন্তব্যস্থল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
খান্নার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) গুরপ্রিত সিং গিল বলেন, ট্যাংকারের চালকের গাফিলতির কারণে দুর্ঘনাটি ঘটেছে। উড়াল সেতুর নিচ যাওয়ার সময় ধাক্কা লেগে ট্যাংকারটিতে ছিদ্রের সৃষ্টি হয়। চালকের এটি খেয়াল করা উচিত ছিল।