হোয়াইট হাউসে ওবামার ইফতার পার্টি

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে প্রেসিডেন্ট বারাক ওবামা অংশ নেন।
অনুষ্ঠানে ওবামা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেন। ওবামা বলেন, স্বাধীনতাই যুক্তরাষ্ট্রবাসীকে একত্র করেছে। এখানে সব মানুষের ধর্ম পালনের স্বাধীনতা আছে।
হোয়াইট হাউজের ইফতার পার্টিতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, আইনপ্রণেতাসহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক মুসলমান। অনুষ্ঠানে ওবামা একদল মুসলিম অধিকারকর্মীর সঙ্গে পরিচিত হন যাঁদের মধ্যে আলোচিত মুসলিম নারী সামান্থা ইলাউফ। স্কার্ফ পরার কারণে কাপড়ের দোকানের বিক্রয়ের একটি চাকরি থেকে বিমুখ হন ওকলাহোমার এই নারী । পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সামান্থা হিজাব ও স্কার্ফ পরার পক্ষে রায় দেন।
ওবামা তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটা কয়েকটি ভয়াবহ ঘটনার কথা উল্লেখ করেন, যার মধ্যে আছে গত সপ্তাহে সাউথ ক্যারোলিনার চার্লসটনে আফ্রিকান আমেরিকান চার্চে হামলা।
বারাক ওবামা বলেন, মূল্যবোধ হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের মানুষের জাতীয়তা দৃঢ় হয়। কারো নিজস্ব পরিচয়, চেহারা, ভালোবাসা ও বিশ্বাসের জন্য তাঁকে ঘৃণা করা যায় না। সব ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে একতার মাধ্যমে প্রতিহতের আহ্বান জানান ওবামা।
ওবামা বক্তৃতায় মধ্যপ্রাচ্যের উদ্বাস্তু এবং মিয়ানমারের নির্যাতনের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর জন্য প্রার্থনা করতে বলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়াসহ সংঘাতময় অঞ্চলে রমজান পালনকারীদের।