আবারও ছয় মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞার আবেদন ট্রাম্পের
ছয় মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা বলবৎ করতে আবারও দেশটির সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতকে এ অনুরোধ জানান ট্রাম্প।
এর আগে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়ে এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে দেশটির নিম্ন আদালত সে সময় ওই নির্বাহী আদেশ বাতিল করে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের মুখপাত্র সারাহ ইসগুর জানান, জাতিকে সন্ত্রাসবাদের হাত থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই নির্বাহী আদেশ একেবারেই আইনসংগত।
যেসব দেশ সন্ত্রাসবাদের প্রশ্রয় দেয়, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে দরকার নেই বলে মনে করেন ট্রাম্প। যতক্ষণ তারা সন্ত্রাসবাদ থেকে সরে না আসে, ততক্ষণ ওই আদেশ জারি রাখা হবে বলে জানান জানান সারাহ।
ক্ষমতায় বসেই নির্বাহী আদেশবলে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিষেধাজ্ঞার প্রতিবাদে সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে ওই ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেয়।
ওই স্থগিতাদেশের পরও হার মানেননি ট্রাম্প। তাঁর প্রশাসন ইরাককে বাদ দিয়ে বাকি ছয়টি দেশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়। নতুন ওই আদেশবলেও সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের শরণার্থী কর্মসূচি বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। এ ছাড়া ১২০ দিনের জন্য শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করা হয়।
সংশোধিত ওই নিষেধাজ্ঞা কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে হাওয়াই অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডেরিক ওয়াটসন ট্রাম্পের এই নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

এএফপি