হামলার পরও নির্ধারিত সময়েই যুক্তরাজ্যে নির্বাচন
কয়েক দিনের ব্যবধানে সন্ত্রাসী হামলায় লন্ডন আবার রক্তাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে নির্ধারিত সময় ৮ জুনেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে।
স্থানীয় সময় রোববার প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক বক্তব্যে এই মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
‘সংঘাতকে কখনোই রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করার সুযোগ দেওয়া যেতে পারে না’, বলেন টেরিজা।
সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক দলগুলো যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগেকার প্রচারণা বন্ধ করে দেয় বেশির ভাগ দল। এর পরও সোমবার থেকে পুরোদমে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
হামলার পর যুক্তরাজ্যের একমাত্র দল হিসেবে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার কথা বলেন ইউনাইটেড কিংডম ইনডিপেনডেন্স পার্টি (ইউকিপ)। দলটির নেতা পল নাটাল বলেন, সন্ত্রাসীরা চায় প্রচার বন্ধ হোক।
শনিবার রাতে লন্ডন ব্রিজের কাছে হামলায় সাতজন নিহত হন। এর মধ্য দিয়ে গত তিন মাসে তিনবার সন্ত্রাসী হামলার শিকার হলো যুক্তরাজ্য।
রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে পথচারীদের ধাক্কা দেয় সাদা একটি ভ্যান। এর মধ্য দিয়ে হামলা শুরু হয়। এর পর ভ্যানটি থেকে নেমে নিকটবর্তী বরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালায় তারা।
হামলায় বহু লোক হতাহত হয়। সন্দেহভাজন তিন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।