১৩৭ বছর পর মেয়েশিশুর জন্ম, বিলবোর্ডে সুখবর জানাল পরিবার
চার প্রজন্ম ধরে পরিবারটিতে কখনো মেয়েশিশু জন্মায়নি। পরিবারের দাবি, প্রজন্ম ধরে তাঁরা বহুবার মেয়ের প্রত্যাশা করেছিলেন। কিন্তু প্রকৃতির অদ্ভুত খেয়ালে পরিবারটিতে জন্মেনি কোনো মেয়ে।
অবশেষে সে এলো। ১৩৭ বছরের অপেক্ষার পর মেয়েশিশু জন্মাল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার সেটল পরিবারে। আর এত বছর পর মেয়ে শিশুর জন্মগ্রহণে আনন্দে উদ্বেলিত গোটা পরিবার। এতটাই খুশি হয়েছেন মেয়ের কাকা যে বাড়ির পাশের বিলবোর্ড ভাড়া নিয়ে সুখবর জানিয়ে দিয়েছেন সবাইকে।

আর মেয়ে জন্মানোর সুখবরে বাড়ি ফিরতে গিয়ে মেয়ের বাবা উইল সেটল বিলবোর্ডটি দেখে চমকে যান। তিনি বলেন, ‘এটা দারুণ একটি চমক। আমার বড় ভাই সবার সঙ্গে আনন্দটি ভাগ করে নিতে চেয়েছেন।’
সদ্যজাত মেয়েশিশুটির বাবা উইল একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন আর মা ক্লারা গৃহিণী।
উইল বলেন, ‘মেয়ে হওয়ার খবর পাওয়ার পরে বিশ্বাস করতে পারছিলাম না। পরে আমার বস তাড়াতাড়ি বাড়ি যেতে বলেন। আরো বলেন, বাড়ির পথেই আমার জন্য দারুণ বিস্ময় অপেক্ষা করছে। পরে জানতে পারি আমার বস আর বড় ভাই মিলে বিলবোর্ডটি লাগিয়েছেন।’

এবিসি নিউজ