কোপেনহেগেনে নিহতদের স্মরণ করল হাজারো মানুষ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/17/photo-1424147065.jpg)
ডেনমার্কে বন্দুকধারীদের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে সোমবার সমাবেশ করেছে হাজারো মানুষ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সাংস্কৃতিক কেন্দ্রের কাছে জড়ো হয়ে মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে মোমবাতি ও মশাল হাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিল বলে দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, সোমবার কোপেনহেগেনের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। হামলার ঘটনাগুলোর স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। অবশ্য সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ যেখানে গুলি করেছে, সেই স্থানটিতেও কয়েকজনকে ফুল রাখতে দেখা গেছে। এদের মধ্যে একজন ড্যানিশ টিভি টু-কে বলেন, ‘আমি এটা করেছি (বন্দুকধারীর স্মৃতিতে ফুল দেওয়া), কারণ আমি একজন মুসলিম এবং আমি তাকে চিনতাম।’
গত রোববার একটি ইহুদি ধর্মস্থানে ও একটি ক্যাফেতে বাকস্বাধীনতার ওপর বক্তৃতা চলাকালে আলাদা বন্দুকধারীদের গুলিতে দুই ব্যক্তি নিহত ও পাঁচ পুলিশ আহত হন। অবশ্য এর পর পুলিশের গুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়।
ওই দুই বন্দুকধারীকে অস্ত্র দিয়ে সহায়তা করার অভিযোগে সোমবার দুজনকে চিহ্নিত করা হয়। এদের একজন হলেন ওমর এল হুসেইন।