ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি
ইউক্রেন যুদ্ধ অবসানে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্র পুনরায় আশ্বস্ত করে বলেছে, লক্ষ্য অর্জনে যেকোনো ধরনের চুক্তিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সার্বভৌমত্বকে সবার ওপরে তুলে ধরা হবে। খবর এএফপির।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের একটি যৌথ বিবৃতিতে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, সুইজারল্যান্ডে আলোচনার ফলস্বরূপ সব পক্ষ একটি পরিমার্জিত ও নতুন শান্তি কাঠামোর খসড়া তৈরি করতে পেরেছে।
রোববার জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বসে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি পরিকল্পনা প্রণয়নে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘বিতর্কিত’ পরিকল্পনা অনুমোদনের জন্য ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
আরও পড়ুন : যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
মস্কোর বেশকিছু দাবিকে গ্রহণ করে পরিকল্পনার যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে পরিবর্তন আনতে চায় ইউক্রেন। ২৮ দফা পরিকল্পনার উল্লেখযোগ্য দিকগুলো হলো–ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা কামতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে ইউক্রেন কখনোই ন্যাটো জোটে অন্তর্ভূক্ত হবে না।
ওয়াশিংটন থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনা ছিল গঠনমূলক, কেন্দ্রীভূত ও সম্মানজনক। এতে ন্যায্য ও দীর্ঘমেয়াদে শান্তির জন্য পারস্পরিক প্রত্যয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন : তিক্ততা ভুলে হোয়াইট হাউসে হাস্যোজ্জ্বল ট্রাম্প-মামদানি
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় সমতা প্রতিষ্ঠায় সুস্পষ্টভাবে পরবর্তী পদক্ষেপগুলো চিহ্নিত করতে অর্থপূর্ণ অগ্রগতি হয়েছে। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো পুনরায় নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে যেকোনো চুক্তিতে অবশ্যই ইউক্রেনের সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে বজায় রাখতে হবে এবং টেকসই ও ন্যায্য শান্তির পথকে নিশ্চিত করতে হবে। আলোচনায় সব পক্ষ সামনের দিনগুলোতে যৌথ প্রস্তাব নিয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার দল ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভবিষ্যতের সমৃদ্ধি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক