লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ১১
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে পুলিশের সদর দপ্তরের কাছে আজ মঙ্গলবার একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হায়দার আশরাফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে এটি গাড়িবোমা হামলা। তবে হামলার ধরন জানতে আমরা আরো চেষ্টা করছি।’
এনডিটিভি জানায়, লাহোর শহরের প্রাণকেন্দ্রে পুলিশের সদর দপ্তরের প্রবেশপথের কয়েক মিটার দূরে এই বিস্ফোরণের পর চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর বিধ্বস্ত কয়েকটি গাড়ি পুড়ছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি শিয়া মসজিদে গত শুক্রবার এক আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটল।
গত শুক্রবারের হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলেছে, গত ডিসেম্বরে ড. ওসমান নামে এক জঙ্গিকে ফাঁসি দেওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
গত ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুলে বন্দুকধারীদের হামলার পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর দীর্ঘ সাত বছরের স্থগিতাদেশ তুলে নেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই হামলায় শিশুসহ দেড় শতাধিক লোক নিহত হয়।