কিউবার দুর্ঘটনাকবলিত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
কিউবার রাজধানী হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া বোয়িং-৭৩৭ বিমানটির দুটি ব্ল্যাকবক্সের মধ্যে একটি ভালো অবস্থায় খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
গত শুক্রবার দুপুর ১২টা ৮ মিনিটে ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ১১৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১০ জনের মৃত্যুর খবর জানা গেছে।
বিমানযাত্রার সর্বশেষ পরিস্থিত জানার জন্য ব্ল্যাকবক্সকে খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। দেশটির পরিবহনমন্ত্রী আদেল ইজকুয়ের্দো দ্বিতীয় ব্ল্যাকবক্সটিও খুব দ্রুত খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন।
হাভানা বিমানবন্দরের কাছে ওই বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচ শিশুসহ নিহত ১১০ যাত্রীর মধ্যে ১১ জন বিদেশি নাগরিক।
বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে গেছেন তিন নারী। তবে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করতে হাভানায় পৌঁছেছেন স্বজনরা।
গত দুই দশকের মধ্যে কিউবার সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় শনিবার থেকে দুই দিনের শোক পালন করছে কিউবা।