অভিবাসীর মৃত্যুর মিছিলে আরো ২২ জন
বিশ্বজুড়ে অভিবাসীদের দুঃখ-দুর্দশার মধ্যে আরেকটি দুঃসংবাদ। চলমান মৃত্যুর মিছিলের মধ্যেই আরো ২২ জন যোগ হলো তালিকায়। তুরস্ক উপকূলের কাছে এজিয়ান সাগরে নৌকা ডুবে চার শিশুসহ এই অভিবাসন প্রত্যাশীরা মারা যায়।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তুরস্ক উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় কাঠের তৈরি একটি নৌকা ডুবে এদের মৃত্যু হয়। এরপর নৌকাটি ভেসে এজিয়ান সাগরে তুরস্কের জলসীমার ভেতর ঢুকে পড়ে।
তুর্কি সংবাদমাধ্যম দোগানের বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, প্রায় আড়াইশো অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি কাঠের নৌকা গ্রিসের দক্ষিণ-পশ্চিমের কোসা দ্বীপে যাচ্ছিল। ভোর হওয়ার আগেই নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ২০৭ জনকে জীবিত উদ্ধার করেছে তুরস্কের কোস্টগার্ড। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।
সারা বিশ্বকে কাঁদিয়ে তুরস্কের সাগরে শিশু আয়লান কুর্দির মৃত্যুর দুই সপ্তাহ পার না হতেই তুরস্কের সৈকতে আবার বড় ধরনের এই প্রাণহাণি ঘটল। এর আগে গত সপ্তাহে দ্য ইন্টারন্যাশনাল অরগানাইজেইন ফর মাইগ্রেশন জানিয়েছিল, চলতি বছরে মোট চার লাখ ৩০ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে নিখোঁজ বা মারা গেছে দুই হাজার ৭৪৮ জন।