দুর্নীতির অভিযোগ, নওয়াজের ভাই শাহবাজ গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে। আজ শুক্রবার লাহোরে গ্রেপ্তার করা হয় পাঞ্জাবের সাবেক এ মুখ্যমন্ত্রীকে। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) গ্রেপ্তার করেছে শাহবাজকে। আহসানিয়া হাউজিং মামলায় শাহবাজকে গ্রেপ্তার করে এনএবি। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে এনএবির কার্যালয়ে যান শাহবাজ। সেখানেই এনএবি তাঁকে গ্রেপ্তার করে।
এনএবি পরে একটি সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করে। সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে।
বিষয়টি জানার পরই এনএবি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সমর্থকরা।
দুর্নীতির দায়ে গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছর, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকে এক বছরেরর কারাদণ্ডাদেশ দেন আদালত। ১২ জুলাই নওয়াজ ও মরিয়ম লন্ডন থেকে লাহোরে ফিরলে তাঁদের গ্রেপ্তার করা হয়। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তাঁরা।
গত ১৯ সেপ্টেম্বর আদালতের নির্দেশে মুক্তি পান তাঁরা তিনজন।

অনলাইন ডেস্ক