স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতাকামীদের নিরঙ্কুশ বিজয়
স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতাকামী দলগুলো আঞ্চলিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে। প্রায় সম্পূর্ণ ফলাফলে এ তথ্য জানা গেছে।
আঞ্চলিক পার্লামেন্টে ১৩৫টি আসনের মধ্যে বিদ্রোহী প্রধান জোট ও ছোট একটি দল মিলিয়ে পেয়েছে ৭২টি আসন। তারা জানিয়েছে, এর ফলে আগামী ১৮ মাসের মধ্যে তারা স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করতে পারবে।
স্পেনের কেন্দ্রীয় সরকার আদালতের মাধ্যমে স্বাধীনতার এ উদ্যোগ স্থগিত রেখেছে।
৯৯ দশমিক ৬৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ‘হুন্তস পার সি’ দল পেয়েছে ৬২টি আসন, এ ছাড়া অতি বামপন্থী দল সিইউপি আরো ১০ আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে।
কাতালোনিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট আর্তু মাস বলেছেন, ‘আমরা জয় পেয়েছি।’ স্বাধীনতাকামী নেতারা বিবিসিকে বলেছেন, তাঁরা এখন স্বাধীন কাতালান রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন।
নির্বাচন সামনে রেখে স্বাধীনতার পক্ষের দলগুলো বলেছিল, স্পেনের কাছ থেকে স্বাধীনতার লাভের জন্য তারা এটাকে কার্যকরী গণভোট বিবেচনা করেছিল।
স্পেনের সরকার কাতালোনিয়ার স্বাধীনতার জন্য আইনি গণভোটকে বারবার নাকচ করে আসছে। সর্বশেষ ২০১৪ সালে অনানুষ্ঠানিক ভোটও প্রত্যাখ্যান করে তারা। কাতালোনিয়ার বেশির ভাগ মানুষ স্বাধীনতার জন্য গণভোটের পক্ষে।