সুইডেনে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/14/photo-1563122455.jpg)
সুইডেনে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত নয় জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর উমেয়ার একটি দ্বীপের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানায়, রোববার বিকেলে প্যারাসুটবাহী বিমানটি দেশটির উত্তরাঞ্চলীয় একটি নদীতে বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আচমকা বিকট শব্দ শুনতে পান। দেখেন একটি বিমান মুখ নিচের দিকে করে মাটিতে পড়ে যাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয়।
খবরে আরো বলা হয়, ফয়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এরইমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে।