এই চুমু পাশবিক মনোভাব ফুটিয়ে তোলে?
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিনিয়তই কিছু না কিছু ভাইরাল হয়। যেমন কোনো মজার ছবি বা ভিডিও। কিংবা কোনো অস্বাভাবিক ঘটনা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি অস্বাভাবিক ঘটনার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর তা হলো একটি চুমুর দৃশ্য।
কানাডার নাগরিক ডেরেন ও ক্যারোলিন কার্টার দক্ষিণ আফ্রিকায় বেড়াতে গিয়ে একটি শিকার করা মৃত সিংহের পাশে চুমু খাওয়া অবস্থায় একটি ছবি আপলোড করেন। আর তাতেই চরম ক্ষেপে গেলেন নেটিজেনরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক খবরে জানায়, দক্ষিণ আফ্রিকার লেগেলালা সাফারি পার্কের সেই চুমুর ছবিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করার পর ছবিটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তবে সমালোচনার কারণে লেগেলালা সাফারি পার্কের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পরে ছবিটি সরিয়ে নেওয়া হয়।
টুইটারে ছবিটি শেয়ার করে অনেকে ডেরেন ও ক্যারোলিন কার্টারের এমন পাশবিক মনোভাবের তীব্র সমালোচনা করেন।