সুদানে বিক্ষোভকারী ও সেনাশাসকদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি
সুদানের বিক্ষোভকারী ও ক্ষমতাসীন সেনাশাসকরা ক্ষমতার ভাগাভাগি বিষয়ে আজ বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে দেশটি শাসনে একটি বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ তৈরি হলো।
গত এপ্রিলে সামরিক হস্তক্ষেপে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসন গঠনের জোর দাবি জানিয়ে আসছে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী ও সামরিক পরিষদের প্রতিনিধিরা ‘রাজনৈতিক ঘোষণা’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল মঙ্গলবার রাতে চুক্তিটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর তাঁরা এ চুক্তি স্বাক্ষর করেন।
ক্ষমতাসীন সামরিক পরিষদের উপপ্রধান মোহাম্মাদ হামদান দাগালো বলেন, ‘এ চুক্তি ছিল সুদানের একটি ঐতিহাসিক মুহূর্ত।’
সামরিক পরিষদের পক্ষ থেকে দাগালো চুক্তিটি স্বাক্ষর করেন।
বিক্ষোভকারীদের অন্যতম নেতা ইব্রাহিম আল-আমিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর বলেন, ‘অনেক দুর্ভোগ সহ্য করেছি। এবার আমরা একটি স্থিতিশীল দেশ চাই।’