বাংলাদেশে বাকস্বাধীনতা রক্ষা অত্যাবশ্যক : যুক্তরাজ্য
বাংলাদেশে বাকস্বাধীনতা রক্ষার ওপর জোর দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুগো সোয়াইর। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম মাইক্রোব্লগিং সাইট টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশে আবারও ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সর্বজনীন বাকস্বাধীনতা রক্ষা করা এখন অত্যাবশ্যক।’
এর আগে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স এসব হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
গত ৩১ অক্টোবর রাজধানীতে আলাদা দুটি হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সল আরেফীন দীপন এবং আহত হন শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, ব্লগার রণদীপম বসু ও লেখন তারেক রহিম।