সুদানে জনসম্মুখে পাঁচ শিক্ষার্থীকে গুলি করে হত্যা
সুদানের উত্তর কোরদোফান অঞ্চলে সোমবার বিক্ষোভ চলাকালীন চার স্কুল শিক্ষার্থীসহ পাঁচজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দেশটির অ্যাক্টিভিস্টদের সঙ্গে যুক্ত ডক্টরস কমিটির বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
ডক্টরস কমিটি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স প্রকাশ্যে ওই স্কুল শিক্ষার্থীদের স্নাইপার (আগ্নেয়াস্ত্র) দিয়ে গুলি করে হত্যা করে। প্রাদেশিক রাজধানী এল ওবেইদে মাধ্যমিক পর্যায়ের ওই শিক্ষার্থরা বিক্ষোভ করছিল।
বিবৃতিতে আরো জানানো হয়, আধাসামরিক বাহিনীর ওই হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত ছাড়াও আরো তিনজন গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে রাজধানী শহরের প্রধান মার্কেটের সামনে ওই স্কুল শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল।
ঘটনার পরপরই ফেসবুকে সরাসরি ঘটনাস্থলের পরিস্থিতি সম্প্রচারিত হয়। তাতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নিহত স্কুল শিক্ষার্থীদের মরদেহ কাঁধে করে তাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছে। শত শত মানুষ তাদের জানাজায় অংশগ্রহণ করে।