ডায়াপার দিয়ে বিয়ের প্রস্তাব!
কোনো পুরুষ যখন তাঁর পছন্দের নারীকে বিয়ের জন্য প্রস্তাব দেন, তখন তিনি নানাভাবে সেই নারীকে চমকে দিতে চান। কেউ একগুচ্ছ ফুল নিয়ে হাঁটু মুড়ে প্রিয় নারীর প্রণয় প্রার্থনা করেন। কেউ আবার আরেকটু এগিয়ে হীরার আংটি দিয়ে নতজানু হয়ে প্রস্তাব দেন বিয়ের।
তবে এসবকে পেছনে ফেলে নিজের প্রেমিকাকে বিচিত্র উপায়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন চীনের গুয়াংডং প্রদেশের এক প্রেমিক। ফুল বা হীরা নয়, ৫০ প্যাকেট ডায়াপার দিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
চীনের সংবাদপত্রগুলোর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গুয়াংজু শহরের বাসিন্দা ফেং জানান, দুই বছর ধরে প্রেম করছেন তিনি ও তাঁর প্রেমিকা। যখন তিনি জানতে পারলেন যে তাঁর প্রেমিকা মা হতে চলেছেন, তখনই তিনি বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নিজের বন্ধুদের সহযোগিতায় প্রায় সাড়ে চার হাজার ডায়াপার জোগাড় করেন তিনি। এরপর শহরের পার্ল নদীর তীরে এসব ডায়াপার দিয়ে বিরাট একটি হৃদয়াকৃতি তৈরি করেন।
ওই হৃদয়াকৃতির ডায়াপারগুলোর সামনে দাঁড়িয়ে প্রেমিকার হাতে ধরিয়ে দিলেন আরেকটি ডায়াপার-ভর্তি ব্যাগ। প্রেমিকা সেই ব্যাগটি খুলতেই ডায়াপারের মধ্যে খুঁজে পেলেন লুকিয়ে রাখা একটি হীরার আংটি। ফেং নিজের প্রস্তাবে প্রেমিকাকে বললেন, ‘এখন থেকে তোমার এবং তোমার গর্ভের শিশুটির সব সুখের দায়িত্ব আমার। আমাকে বিয়ে করো।’
দারুণ নাটকীয় এই প্রস্তাবের পর কী ছিল ফেং-এর প্রেমিকার উত্তর?
ঠিক ধরেছেন, তিনি বিয়েতে সম্মত হয়ে ফেং-এর প্রস্তাব গ্রহণ করেছেন।