৬২২ জনের মৃত্যু, ফিলিপাইনে ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিলিপাইনে অন্তত ৬২২ জন নিহত হওয়ার পর দেশটি ডেঙ্গুকে ‘জাতীয় মহামারি’ ঘোষণা করেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত এক লাখ ৪৬ হাজার ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ডেঙ্গুতে আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত ও জরুরি ব্যবস্থা গ্রহণের তাগিদে এই সংকটকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। মশাবাহিত এই ভাইরাস সাধারণত জ্বরের সৃষ্টি করলেও তা মারাত্মক অবস্থায় পৌঁছাতে পারে, যা কেড়ে নিতে পারে প্রাণ।
বিশ্ব স্বাংস্থ্য সংস্থার মতে, সাম্প্রতিক দশকে বিশ্বে ডেঙ্গুর নাটকীয় উত্থান ঘটেছে। জুলাইতে দেশটি প্রাথমিকভাবে এই মহামারির ঘোষণা দিয়েছিল।
দেশটির পশ্চিমা ভিসায়াতে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। সেখানে ২৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ ছাড়া ক্যালবার্জন, জামবোঙ্গা উপদ্বীপ এবং উত্তর মিন্দানাওতে উল্লেখযোগ্য প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাতটি অঞ্চলে পর পর তিন সপ্তাহ ধরে মহামারিটির মাত্রা ছাড়িয়েই যাচ্ছে।