মেঘের কাণ্ড!
মাথার ওপর আকাশকে সমুদ্র মনে করুন। আর সমুদ্র উপকূলে ধেয়ে আসে বড় বড় ঢেউ। কেমন হবে যদি সাদা মেঘও আছড়ে পড়ে ঢেউয়ের মতো? না কোনো কবির কথা নয়। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার বনডি বিচে থাকা সৌভাগ্যবান মানুষগুলো এমন দৃশ্য দেখেছেন আকাশজুড়ে। কেবল নিজেরা দেখেই সন্তুষ্ট থাকেননি। ছবি তুলে ভাগাভাগি করে নিয়েছেন ওই আনন্দময় স্মৃতি।
আজ শুক্রবার সংবাদমাধ্যম সিএনএন ছবিটি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, আকাশে বিশাল মেঘের স্তর এমনভাবে আসছে যেন সমুদ্র উপকূলে ঢেউ আছড়ে পড়ছে সৈকতে।
‘বৃষ্টি হবে এমন একটা আবহাওয়া। আমি বিচে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম সমুদ্রের বিশাল ঢেউ যেন আমাদের গিলে ফেলবে।’ আকাশে দেখা মেঘের এমন সন্নিবেশ দেখে সংবাদমাধ্যম সিএনএনকে এভাবেই বলছিলেন হান্নাহ মারফি।
মারফি বলেন, ‘মেঘের অবিশ্বাস্য কাণ্ড দেখে সব মানুষ রাস্তা থেকে নেমে আসে।’
সিএনএনকে ছবিটি দিয়েছেন নিকোলে কেইজার। দৃশ্যটিকে তিনি বলেছেন, ‘আকাশে ঢেউ।’ তিনি বলেন, ‘সকালটা ছিল খুব সুন্দর। হঠাৎই সাগরের রংটা হালকা নীল আর আকাশটা কালো হয়ে যেতে থাকে।’ মেঘের ওই কাণ্ডের পরই বৃষ্টি নেমে আসে। কেইজার বলেন, ‘দূর থেকেই দেখি বৃষ্টি আসছে। তারপর সবাই বর্ষণ থেকে বাঁচতে নিরাপদে সরে যায়।’