সুদানের পূর্বাঞ্চলে সংঘাত, জরুরি অবস্থা জারি
সুদানের পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে আদিবাসী গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক সংঘর্ষ বন্ধে গতকাল রোববার জরুরি অবস্থা জারি করে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির রেড সি রাজ্যের রাজধানী পোর্ট সুদানে আদিবাসী গোষ্ঠী বনি আমের ও নুবার মধ্যে গত বুধবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সুদান পুলিশ জানায়, পোর্ট সুদানে এ সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। সংঘর্ষ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
তবে কী কারণে এ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, তা জানা যায়নি।
সুদানের অন্তর্বর্তী ক্ষমতাসীন কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘কার্যকরী পরিষদ রেড সির শাসক ও নিরাপত্তা প্রধানকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
পরিষদ রেড সি রাজ্যে জরুরি অবস্থা কার্যকর করা এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সুদানের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দেশটির পশ্চিমের দারফুর অঞ্চলে আদিবাসী গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয় বলে জানা যায়।