গৃহনির্যাতনের হৃদয়বিদারক দৃশ্য! ভিডিও ভাইরাল
ফেস পাউডার, লিপস্টিক কিংবা কাজল দিয়ে কি শরীরের ক্ষত লুকিয়ে রাখা যায়? এটি অসম্ভব হলেও অনেক নারী সে চেষ্টা করেন। হৃদয়ের ক্ষত লুকিয়ে রাখতেও মেকি হাসি দেন অনেকেই। তাতেও কি তাঁরা সফল হন? উত্তর অনুমেয়।
ঘরে নারীদের নির্যাতিত হওয়ার ইতিহাস নতুন নয়। ইন্ডিয়া টুডে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, এবার একজন নারী তাঁর গৃহে নির্যাতিত হওয়ার বিভিন্ন পর্যায় তুলে ধরেছেন। হৃদয়বিদারক ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভেঙেছে অন্তর্জালবাসীর হৃদয়।
জেনান মৌসা নামের একজন নারী ভিডিওটি টুইটারে শেয়ার করেন। এতে তিনি দেখান, বিয়ের পর একজন নারীর গৃহনির্যাতিত হওয়ার গল্প। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘গৃহনির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কী শক্তিশালী ভিডিও!’
ভিডিওর শুরুর দিকে একজন নারীকে ফুল গ্রহণ করতে দেখা যাচ্ছে। তাঁর প্রতি দেখানো সঙ্গীর মমতায় তাঁকে বেশ খুশি দেখাচ্ছিল।
What a powerful clip to raise awareness about domestic abuse.pic.twitter.com/O3gECLqMwn
— Jenan Moussa (@jenanmoussa) August 24, 2019
কিন্তু যখনই ওই নারী সঙ্গীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে আবদ্ধ হন, সেই থেকেই সম্পর্কে সহিংসতার সূত্রপাত। ভিডিওতে ওই নারীকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। তাঁকে কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে চাপ দেওয়া হচ্ছিল, সেটিও উঠে আসে ভিডিওতে। তাঁর প্রতি ঘটে যাওয়া সহিংসতাকে গোপন রাখতে প্রসাধনী ব্যবহারের বিষয়টিও উঠে আসে ভিডিওতে।
প্রচণ্ড আহত, কান্নারত ও করুণ ভঙ্গিমা ফুটিয়ে তোলার হৃদয়বিদারক দৃশ্যের মাধ্যমে শেষ হয় ভিডিওটি।
অন্তর্জালে আসার পর ভিডিওটি নিয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। টুইটারে অনেক নেটিজেন গৃহে সহিংসতার ব্যাপারে মন্তব্য করেন। অনেকেই লেখেন, সমাজ নারীকে বিবাহবিচ্ছেদ করতে দেয় না বিধায় তাঁকে গৃহে সহিংসতার মুখোমুখি হতে হয়।
একজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘আমি বুঝি না, একজন পুরুষ নারীকে মেরে কীভাবে নিজের পুরুষালি মনোভাব জাহির করেন!’ আরেকজন লেখেন, ‘ভীষণ শক্তিশালী। সুন্দরী সেই নারীকে এবং ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।’ ভিডিওটি এ পর্যন্ত আট লাখ ৬৭ হাজারের বেশিবার দেখা হয়েছে।