হামলার হুমকি, প্যারিসগামী বিমানের জরুরি অবতরণ

বোমা হামলার হুমকির মুখে এয়ার ফ্রান্সের প্যারিসগামী দুটি বিমানের পথ পরিবর্তন করে জরুরি অবতরণ করানো হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও কানাডার ওপর দিয়ে ওড়ার সময় বিমান দুটিতে হামলার হুমকি দেওয়া হয়।
এয়ার ফ্রান্স এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লাইট-০৬৫ এবং ওয়াশিংটন থেকে ফ্লাইট-০৫৫ উড্ডয়ন করার পর ফোনের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এর পর পথপরিবর্তন করে একটিকে যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে এবং অন্যটিকে কানাডার হালিফেক্সে জরুরি অবতরণ করানো হয়।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানে সব যাত্রী নিরাপদে রয়েছেন।
এয়ার ফ্রান্স জানিয়েছে, কে বা কারা ফোনে এই হুমকি দিয়েছে, কর্তৃপক্ষ তা জানার চেষ্টা করছে। একই ব্যক্তি এ দুটি বিমানে হামলার হুমকি দিয়েছেন কি না, তা-ও স্পষ্ট নয়।
এদিকে আলজাজিরার খবরে বলা হয়েছে, জার্মানির হ্যানোভারে বোমা হামলার আশঙ্কায় গতকাল রাতে নেদারল্যান্ডস-জার্মানির প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে।
গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার পর সারা বিশ্বে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফুটবল স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ, কনসার্ট হলসহ ছয়টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১২৯ জন নিহত হন। স্টেডিয়ামে হামলার সময় ফ্রান্স ও জার্মানির মধ্যে ম্যাচ চলছিল। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।