ফ্রান্সে আবারও বন্দুক হামলা
প্যারিসে হামলার ঘটনায় কড়া নিরাপত্তার মধ্যে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটল ফ্রান্সে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বেলজিয়ামের কাছে রুবেক্স শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। তবে হামলাকারীদের সঙ্গে প্যারিসের হামলাকারীদের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফরাসি পুলিশ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, একদল সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে। এর পর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। এ ছাড়া শহরটির কিছু এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। বন্দুকধারীদের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আর ফরাসি পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বন্দুকধারীরা এক ব্যাংকার ও তাঁর পরিবারকে জিম্মি করেছে। তবে পুলিশের ওই সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, প্যারিস আক্রমণের সঙ্গে রুবেক্স হামলার সম্পর্ক নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভবত এটি একটি ডাকাতির ঘটনা।
গত ১৩ নভেম্বর প্যারিসে আইএসের হামলার পর থেকেই ফ্রান্সজুড়ে কড়া নিরাপত্তা জারি আছে। এরই মধ্যে এই হামলার খবর ফের আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে।