সৌদি জোটের ‘টার্গেট’ হবে ইসলামপন্থী সংখ্যালঘুরা!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/16/photo-1450282253.jpg)
সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৪টি মুসলিম রাষ্ট্রের জোটের কারণে ইসলামপন্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঝুঁকিতে পড়বে। এসব সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে সন্ত্রাসী তকমা লাগিয়ে দেওয়ার আশঙ্কা করছে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
মানবাধিকার সংগঠন ‘অর্গানাইজেশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম ইন সিরিয়া’র পরিচালক রিদাল আল আসাদ সংবাদমাধ্যম স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। প্রতিবেদনটি আজ বুধবার প্রকাশ করেছে স্পুটনিক।
রিদাল আল আসাদের আরো একটি পরিচয় হচ্ছে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই।
সন্ত্রাস দমনের নামে সৌদি নেতৃত্বাধীন গঠিত নতুন জোটের সমালোচনা করেন রিদাল আল আসাদ। তিনি আশঙ্কা করছেন, সন্ত্রাস দমনের নামে ইসলামি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ‘টার্গেট’ করা হবে। তিনি বলেন, ‘এটা প্রকৃতঅর্থে খুব বিপজ্জনক।’
সৌদি নেতৃত্বাধীন জোটে সুন্নি প্রধান দেশগুলোই প্রাধান্য পেয়েছে। ইরানের মতো শিয়া প্রধান দেশের ওই জোটে স্থান হয়নি।
রিদাল আল আসাদ বলেন, ‘আগামীকাল তাঁরা (জোট) যেকোনো সংখ্যালঘু সম্প্রদায়কে বলবে, ওরা সন্ত্রাসী, শিয়ারা সন্ত্রাসী, দ্রুজরা, আলাউয়িরা সন্ত্রাসী গ্রুপের।’