হাইড্রোজেন বোমার পরীক্ষায় সফলতা দাবি উ. কোরিয়ার
হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। আজ বুধবার দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়। এটি সত্যি হলে দেশটির পারমাণবিক প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরো জোরদার হবে।
এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় দাবি করা হয়, স্থানীয় সময় সকাল ১০টায় হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওই ঘোষণায় আরো বলা হয়, এর মাধ্যমে বিশ্বের পরমাণু শক্তিধর উন্নত দেশগুলোর কাতারে পৌঁছেছে উত্তর কোরিয়া।
বোমা নিয়ে উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। হাইড্রোজেন বোমা নিয়ে উত্তর কোরিয়ার পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশের পরিপন্থী বলে দাবি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। আর যুক্তরাষ্ট্র জানিয়েছে, বোমা নিয়ে উত্তর কোরিয়ার পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখছে তারা।
হাইড্রোজেন বা থার্মোনিউক্লিয়ার বোমায় ফিউশন বিক্রিয়ার কারণে যে বিস্ফোরণ ঘটে, তা ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের ফিশন বিক্রিয়ার চেয়েও শক্তিশালী।
এর আগে গত মাসেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাবি করেন, তাঁরা হাইড্রোজেন বোমা তৈরি করেছেন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ওই দাবি নিয়ে প্রশ্ন তোলেন। একইভাবে আজকের দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
উত্তর কোরিয়ার আজকের দাবি নিয়ে অস্ত্র বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। অস্ট্রেলিয়ার বিস্ফোরক ও অস্ত্র বিশেষজ্ঞ ক্রিসপিন রোভারে বলেন, হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটালে যেমন ভূকম্পন হয়, ঠিক তেমনটিই দেখা গেছে উত্তর কোরিয়ায়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশটি দ্বিতীয় মাত্রার হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ উত্তর কোরিয়ার দাবি নিয়ে সংশয় প্রকাশ করেন। বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রুস বেনেট বলেন, উত্তর কোরিয়ার বোমাটি হয়তো হিরোশিমায় নিক্ষিপ্ত যুক্তরাষ্ট্রের আণবিক বোমার সমান হতে পারে। তবে এটি কোনোভাবেই তেমন শক্তিশালী নয়। এটি পূর্ণশক্তির হলে ১০ গুণ জোরে ভূকম্পন হতো।
WATCH: This is how North Korea conducts fourth nuclear test
Posted by Press TV on Wednesday, January 6, 2016