গুজরাটে সেতু থেকে নদীতে বাস, নিহত ৪৪
ভারতের গুজরাট রাজ্যের দক্ষিণাঞ্চলের নবসারি জেলায় সেতুর ওপর থেকে একটি বাস নদীতে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গতকাল একটি বাস নবসারি থেকে উনাই এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি জানায়, শুক্রবার রাতে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (জিএসআরটিসি) একটি বাস সন্ধ্যায় নবসারি নগরী থেকে উনাই শহরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। বাসটি নবসারি গ্রামীণ থানার বারদোলি সড়কের সুপা গ্রামের কাছে পূর্ণা নদীর ওপরের সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নবসারি জেলা পুলিশের এক কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, বাসটির চালক বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে এড়ানোর জন্য বাঁ দিকে বাঁক নিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রাচীর ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটি যাত্রীবোঝাই ছিল বলেও জানিয়েছে এনডিটিভি। আহত ২০ জনকে নবসারি জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক।
এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাণহানির এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্ক