সরে গেলেন জেব বুশ
তিনটি অঙ্গরাজ্যের ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। সর্বশেষ শনিবার তিনি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে হেরে যান, যেখানে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প জয় পান।
সমর্থকদের উদ্দেশে আবেগাপ্লুত জেব বুশ বলেন, ‘আজ আমি আমার প্রচারাভিযান স্থগিত করছি।’ তাঁর বাবা জর্জ এইচডব্লিউ বুশ ও ভাই জর্জ ডব্লিউ বুশ মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। রিপাবলিকান দল থেকে জেব বুশ ছিলেন প্রেসিডেন্ট পদে মূলধারার মনোনয়নপ্রত্যাশী।
সাউথ ক্যারোলাইনায় আশা ধরে রেখেছিলেন জেব, ভেবেছিলেন হয়তো এখানে সাড়া পাবেন। কিন্তু হলো না। ওহিও গভর্নর জন কাসিচের সঙ্গে যৌথভাবে তিনি চতুর্থ হয়েছেন।
বুশ পরিবারের অন্যতম এ সদস্য বলেন, ‘আইওয়া, সাউথ ক্যারোলাইনা ও নিউ হ্যাম্পশায়ারের মানুষ কথা বলেছেন এবং আমি সত্যিই তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই।’ এই তিনটি অঙ্গরাজ্যেই তিনি হেরেছেন। তিনি বলেন, ‘আমি অবিশ্বাস্য একটি জীবন পেয়েছি এবং আমার জন্য জনসেবা জীবনের সবার ওপরে।’