কিশোরের বুদ্ধি আইনস্টাইনের চেয়েও বেশি!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/13/photo-1460551884.jpg)
যুক্তরাজ্যের লন্ডনের ‘বিস্ময়বালক’ অওম আমিন। বুদ্ধিমত্তার সূচক নির্ধারণকারী আইকিউ পরীক্ষায় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কিংবা স্টিফেন হকিংয়ের চেয়ে দুই পয়েন্ট বেশি পেয়ে সবাইকে চমকে দিয়েছে সে।
বিবিসির খবরে বলা হয়, প্রখর বুদ্ধিসম্পন্নদের আইকিউ পরীক্ষা করে বিশ্বের বহু পুরোনো সংগঠন মেনসা। সংগঠনটির পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এক শতাংশ মানুষের একজন অওম আমিন। মেনসার পরীক্ষায় তার স্কোর ছিল ১৬২, যা পদার্থবিদ আইনস্টাইন ও হকিংয়ের স্কোরের চেয়ে দুই পয়েন্ট বেশি।
মেনসার স্কোরের বিষয়ে অওম বিবিসিকে বলে, ‘আমি মোটেই বলব না এই দুজন বিজ্ঞানীর থেকে আমার বুদ্ধি বেশি। যদিও আইকিউ পরীক্ষায় আমি তাঁদের থেকে বেশি নম্বর পেয়েছি। তাঁদের প্রতিভা অসাধারণ। তাঁরা আমার হিরো। আমি তাঁদের মতো হতে চাই।’
নয় বছর আগে পরিবারের সঙ্গে ভারতের গুজরাট থেকে যুক্তরাজ্যে যায় অওম আমিন। তাঁর বাবা কার্তিক আমিন যুক্তরাজ্যের একটি রেল সংস্থায় কাজ করেন।
ছেলের প্রতিভা প্রসঙ্গে বিবিসিকে কার্তিক বলেন, ‘অওমের জানার আগ্রহ সীমাহীন। কোনো একটি বিষয়ে নয়, সব বিষয়েই সে জানতে চায়। সব বিষয়েই তার সমান দখল।’