চাকরিচ্যুত হয়ে বিমান ধ্বংস!
ক্রেনের ধারালো অংশের একের পর এক আঘাতে বিমানের পাইলট বসার পেছনের অংশ ভেঙে ফেলা হলো। কয়েক সেকেন্ডের ব্যবধানেই ঝকঝকে একটি যাত্রীবাহী বিমান ক্রেনের আঘাতে ধ্বংস হয়ে চলে গেল বাতিলের খাতায়।
ডেকান ক্রনিকেল ও ডেইলি মেইল জানিয়েছে, ইউটিউবের ৫০ সেকেন্ডের এক ভিডিওতে ক্রেন দিয়ে বিমান ধ্বংসের উল্লিখিত দৃশ্য দেখানো হয়। অনেকের দাবি, রাশিয়ার কোনো এক বিমানবন্দরের কোনো কর্মী ছাঁটাই হয়ে রাগ ঝেড়েছেন সেখানে রাখা বিমানের ওপর।
আবার অনেকের দাবি, ধ্বংস করা ইউটিএয়ার ইয়াক-৪০ বিমান এখন তেমন একটা ব্যবহার হয় না। ওই বিমান হয়তো ধ্বংসের জন্যই সারিবদ্ধ করে রাখা হয়েছিল। বিমানের ইঞ্জিন আগেই খুলে ফেলা হয়। আর বিমানটি ক্রেন দিয়ে ধ্বংসের সময় বিমানের পাইলট বসার অংশে কাজগুলো খোলা দেখা যায়। তাই নিয়ম অনুযায়ী বিমান ধ্বংসের যুক্তিও একদম ফেলনা নয়।
তবে ছাঁটাই হওয়া কর্মীই হোক আর নিয়মমাফিকই হোক, বিমান ধ্বংস করার ৫০ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। গত এপ্রিলে ইউটিউবে আপলোড হওয়া ওই ভিডিও এরই মধ্যে ১০ লাখ ২৩ হাজার মানুষ দেখেছে। আর বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যমেও ঘটনাটি স্থান করে নিয়েছে।