ফিলিপাইনে জঙ্গিদের হাতে কানাডার নাগরিক নিহত

কানাডার এক নাগরিককে হত্যা করেছে ফিলিপাইনের জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ। বরার্ট হল নামের ওই ব্যক্তি প্রায় এক বছর ধরে জঙ্গিগোষ্ঠীটির হাতে জিম্মি ছিলেন।
বিবিসি জানায়, গত বছরের সেপ্টেম্বরে রাবর্ট হলসহ কানাডা, নরওয়ে ও ফিলিপাইনের চার নাগরিককে জিম্মি করে আবু সায়াফ। এর পর থেকেই তারা মুক্তিপণ দাবি করে আসছিল।
নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম সিবিসি এবং ফিলিপাইনের সংবাদভিত্তিক ওয়েবসাইট র্যাপলার জানায়, মুক্তিপণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর গতকাল সোমবার রবার্ট হলকে হত্যা করে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেন, ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে আবু সায়াফ জঙ্গিদের হাতে রবার্ট হল জিম্মি ছিলেন। জিম্মিকারীদের হাতেই রাবর্ট হলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, এর আগে আবু সায়াফের পক্ষ থেকে কয়েক লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। ফিলিপাইন ও কানাডার সরকার মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানায়। আবু সায়াফ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ফিলিপাইন।
২০১৫ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের একটি পর্যটন কেন্দ্র থেকে কানাডার নাগরিক রবার্ট হল ও জন রিডসডেল, হলের ফিলিপাইনি বান্ধবী মেরিটেস ফ্লোর এবং নরওয়ের এক নাগরিককে অবু সায়াফ জঙ্গিরা অপহরণ করে। পরে তাঁদের নেওয়া হয় জঙ্গিগোষ্ঠীটির শক্ত ঘাঁটি বলে পরিচিত জলো দ্বীপে। গত ২৫ এপ্রিল মুক্তিপণের সময়সীমা পার হওয়ার পর জন রিডসডেলকে হত্যা করে জঙ্গিগোষ্ঠী।
দক্ষিণ ফিলিপাইনের জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ ছোট ছোট দলে বিভক্ত। এর কিছু অংশ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। মুক্তিপণের জন্য তারা কয়েক বছর ধরেই বিভিন্ন দেশের মানুষকে জিম্মি করে। এখনো তাঁদের হাতে এক ডেনমার্কের নাগরিক জিম্মি আছেন।