হিজড়াদের বিয়ে বৈধ, পাকিস্তানে ফতোয়া
রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত পাকিস্তানে রূপান্তরকামীদের (হিজড়া বা লিঙ্গ পরিবর্তনে আগ্রহী) বিয়ের বৈধতা দিয়ে একটি ফতোয়া জারি করা হয়েছে। তানজিম ইত্তেহাদ-ই- উম্মত নামে একটি ধর্মীয় সংগঠনের ৫০ জন আলেমের জারি করা ফতোয়ায় এ বৈধতা দেওয়া হয় বলে জানিয়েছে ডন অনলাইন।
গত রোববার প্রকাশিত এই ফতোয়ায় বলা হয়েছে, ‘একজন রূপান্তরকামী ব্যক্তি যার মধ্যে পুরুষের চিহ্ন দৃশ্যমান তিনি একজন নারীকে বিয়ে করতে পারবেন অথবা যার মধ্যে নারীর চিহ্ন দৃশ্যমান তিনি একজন পুরুষকে বিয়ে করতে পারবেন।’
তবে ফতোয়ায় এও বলা হয়েছে, যে লিঙ্গান্তরিত ব্যক্তির মধ্যে উভয় লিঙ্গের আচরণ দৃশ্যমান তিনি কাউকে বিয়ে নাও করতে পারেন।
ফতোয়ায় বলা হয়েছে, লিঙ্গ পরিবর্তনকারীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা বেআইনি কাজ এবং যেসব মা-বাবা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করবেন তাঁরা আল্লাহর বিরাগভাজন হবেন।
আলেমরা সরকারের প্রতি এসব মা-বাবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই ফতোয়ায় রূপান্তরকামীদের প্রতি সামাজিক আচরণের ওপরও জোর দেওয়া হয়েছে। এখানে তাদের অপমান করা বা বিরক্ত করাকে ‘হারাম’ বলে উল্লেখ করা হয়েছে।
ফতোয়ার শেষে রূপান্তরকামীদের শেষকৃত্যের কথা উল্লেখ করে ঘোষণা দেওয়া হয়েছে, অন্যান্য মুসলিম নারী ও পুরুষদের মতো ধর্মীয় রীতি অনুযায়ী তাদের শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন করতে হবে। এ ছাড়া প্রচলিত শেষকৃত্য অনুষ্ঠানে রূপান্তরকামীদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং অন্য যে কোনো সাধারণ মুসলিম নারী-পুরুষের সঙ্গে সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
ফতোয়ায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পাকিস্তানের খ্যাতিমান আলেম ইমরান হানফি, পীর কেরামত আলী, আবু বকর আওয়ান, মাসুদুর রেহমান, তাহির তাবাসুম কাদরি, খলিল ইউসাফি, গুল আতিকি, গুলজার নাঈমি, ইন্তিখাব নূরি, আবদুস সাত্তার সায়েদি, খিলজারুল ইসলাম প্রমুখ।

অনলাইন ডেস্ক