যুক্তরাষ্ট্রে বেলুনে আগুন, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ভ্রমণ বেলুনে আগুন লেগে এতে থাকা ১৬ জনের সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টেক্সাসের কাল্ডওয়েল কাউন্টির লকহার্ট শহরে এ ঘটনা ঘটে। টেক্সাস নিরাপত্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
কাউন্টির এক বিচারক এবং জননিরাপত্তা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ঘটনাস্থল লকহার্ট শহরের নির্দিষ্ট এলাকায় মাঝেমধ্যেই ভ্রমণ বেলুন নামে। ওই স্থানে গতকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহে লাইনের সংস্পর্শে এসে বেলুনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেলুনে থাকা ১৬ জনই নিহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মার্গারেট ওয়াইলি সিএনএনকে বলেন, তিনি ‘হুশ’ শব্দটি শুনতে পান। পরে তিনি আগুনের গোলা দেখেন। বিদ্যুৎ সরবরাহ লাইনের উচ্চতায় উঠে যায় এই আগুন।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভ্রমণ বেলুনটিতে ১৬ ব্যক্তি ছিলেন। তবে বেলুন এবং এর ভ্রমণকারীদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তারা।
কাল্ডওয়েল কাউন্টির বিচারক কেন শেওয়ি বলেন, ভ্রমণ বেলুটি বিদ্যুৎ সরবরাহের লাইনের সংস্পর্শে এলে এতে আগুন ধরে যায়। পরে এটি ভূপাতিত হয়। একই কথা জানিয়েছে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ।
সিএনএন জানায়, বেলুনে থাকা ব্যক্তিদের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।