সিরিয়ার ঝুঁকিতে ২০ লাখ মানুষ : জাতিসংঘ

সিরিয়ার আলেপ্পো নগরীতে ২০ লক্ষাধিক মানুষ ঝুঁকিতে রয়েছে বলে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ। সতর্কবার্তার পাশাপাশি প্রাণ রক্ষায় শহরটিতে অবিলম্বে ত্রাণ এবং মানবাধিকারকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, আলেপ্পো নগরী সার্বিক অবরোধের ঝুঁকিতে রয়েছে। শহরটিতে প্রচণ্ড বোমাবর্ষণ চলছে।
বিভক্ত আলেপ্পোতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। এ সময় উভয় পক্ষ প্রতিদ্বন্দ্বীদের প্রবেশপথ বন্ধ করে দেয়। এতে সেখানে থাকা বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েন।
সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়াকুব আল হিলো এবং আঞ্চলিক সমন্বয়নকারী কেভিন কেনেডি বৈরিতার ক্ষেত্রে একটি ‘মানবিক বিরতি’ দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, নগরীর ২০ লক্ষাধিক লোক অবরোধের ঝুঁকির মধ্যে বাস করছে। এদের মধ্যে সর্বোচ্চ দুই লাখ ৭৫ হাজার লোক আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকা পড়েছে।
উল্লেখ্য, জুলাই মাসের শেষ নাগাদ থেকে আলেপ্পোতে যুদ্ধে কমপক্ষে ১৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা গেছে। এ ছাড়া যুদ্ধে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আলেপ্পোর বেসামরিক নাগরিকদের সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।
২০১১ সালের মার্চ মাসে সিরিয়া সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে দুই লাখ ৯০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।