রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
রসায়নশাস্ত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন জ্যাঁ পিয়েরে সোভাস, স্যার ফ্রেজার স্টোডার্ট ও বার্নার্ড এল ফেরিনগা।
আজ বুধবার নোবেল কমিটি এ তিনজনের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মলিকিউলার মেশিন বা ন্যানোমেশিন নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ওই তিন বিজ্ঞানীকে এ সম্মান দেওয়া হয়েছে।
ন্যানো মানে ক্ষুদ্র। মলিকিউলার মেশিন বা ন্যানোমেশিন বলতে যা বোঝানো হচ্ছে তা মানুষের চুলের চেয়েও হাজার গুণ সরু। জীবদেহে তা সব সময় তৈরি হয়। জীবের শক্তির জোগানো ও শরীরকে কাজ করার শক্তি দেয়।
জ্যাঁ পিয়েরে সোভাস ফ্রান্সের বাসিন্দা। তিনি দেশটির স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ে পড়ান। অন্যদিকে স্যার ফ্রেজার স্টোডার্ট একজন ব্রিটিশ নাগরিক। তবে কাজের ক্ষেত্র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে। এল ফেরিনগা নেদারল্যান্ডসের বাসিন্দা। তিনি দেশটির গ্রোনিনগেন বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করেন তিনি।